সর্বশেষ খবর

2/recent/ticker-posts

Msnews24


 

সেনাবাহিনীর ধর্ষণর শিকার ১৩ নারী (সুদান) 13 women raped by army (Sudan)

জাতিসংঘের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

            ১৩ নারী ধর্ষণের স্বীকার 



 জাতিসংঘ জানিয়েছে যে রোববার সুদানের খার্তুমে প্রেসিডেন্ট ভবন এর আশে পাশে গণতন্ত্রের দাবিতে আনুষ্ঠানিক একটা বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ জন নারীকে ধর্ষণ ও গণধর্ষণ করেছে।

 সুদানের লিঙ্গ ভিত্তিক সহিংসতা ইউনিটের প্রধান ইসহাক আল জাজিরাকে বলেছন। তার বিভাগে ১৭ থেকে ২৭ বছর বয়সী ৭/৮ জন নারী চিকিৎসা নিতে আসে।

 তিনি বলেছে সহিংসতার শিকার নারী সংখ্যা আরো বেশি বলেও মন্তব্য বা ধারণা করেছে।

 আন্দোলনকারীরা বৃহস্পতিবারই খার্তুমে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে একটি স্নারকলিপি দেয়।
স্মারকলিপিতে যৌন এবং শারীরিক সহিংসতায় অভিযোগগুলো তদন্তের দাবি জানানো হয়েছে। দেশটির গণ তান্ত্রিক আন্দোলন নেতৃত্ব দেওয়া ৪০টির ও বেশি সংগ্থন ও প্রতিরোধ কমিটি এই সাক্ষরলিপ তে সাক্ষর করেছেন। 




২০১৯ সালেও এই ঘটনা সেনাবাহিনীর বিরুদ্ধে উঠেছিল। চিকিৎসকদের তথ্য অনুযায়ী পাওয়া গেছে ১০০ জনেরও বেশি নিহত হয়েছিল সেই সময়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ