সর্বশেষ খবর

2/recent/ticker-posts

Msnews24


 

বিসিবি থেকে হঠাৎ °সরে দাঁড়াচ্ছেন° আকরাম খান!

 

ক্রিকেট বোর্ড থেকে হঠাৎ করে আকরাম খানের পদত্যাগ

                              ক্রিকেট বোর্ড থেকে হঠাৎ করে আকরাম খানের পদত্যাগ

আকরাম খান,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন

জানা যায় পারিবারিক সিদ্ধান্তেই গুরুত্বপূর্ণ এই পথ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান সেটা নিশ্চিত করেছেন তার স্ত্রী সাবিনা আকরাম।

সোমবার আকরাম খান এর সহধর্মীনি সাবিনা আকরাম খানের ফেসবুক পোস্টে বিষয়টা জানা গেছে এ নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে।

এরপরই গুঞ্জন ক্রিকেট পাড়ায়।

 সবার একটাই জিজ্ঞাসা তাহলে কি সত্যি অপারেসন প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

খবরের সত্যতা জানতে একের পর এক ফোন চলে যায় আকরাম খানের কাছে। কিন্তু ততক্ষণে ফোন বন্ধ করে ফেলেছেন আকরাম খান।

আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম জানান,
আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম জানান,তার ফেজবুক আইডি মাধ্যমে


আকরাম সারাটা জীবন ক্রিকেট নিয়ে পড়ে থাকল। পরিবার-পরিজনকে সময় দিচ্ছে পারতেছে না শুধুমাত্র এই ক্রিকেটের জন্য।

তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এছাড়াও তিনি আরো জানান আকরাম খান নিশ্চয়ই মিডিয়ার কাছে এই ব্যাপারে বিস্তারিত জানাবে।

পরে সেই পুষ্টি পাওয়া যায়নি আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম এর।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ